প্রতিটি ইউনিয়নে একটি করে সমাজসেবা অফিসের কার্যক্রম রয়েছে। এই অফিসটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের অধীন পরিচালিত উপজেলা ও জেলার উপপরিচালক কর্তৃক নিয়ন্ত্রিত। এছাড়াও সিটি কর্পোরেশন ও পৌরসবা এলাকায় ৮০টি শহর সমাজসেবা অফিস রয়েছে।
দপ্তর প্রধানের পদবীঃ
উপজেলা সমাজসেবা অফিসার
কার্যক্রম:
উপজেলা সমাজসেবা কার্যালয়ের উল্লেখযোগ্য কর্মসূচী গুলি হল- আর্থ-সামাজিক উন্নয়ন সেবা মূলক কার্যক্রমের মধ্যে – পল্লী সমাজসেবা কার্যক্রম,পল্লী মাতৃকেন্দ্র, এসিডদগ্ধ ও প্রতিবন্ধীদের পুনর্বাসন কার্যক্রম, আশ্রায়ন/আবাসন কার্যক্রম অন্যতম। সামাজিক নিরাপত্তা কর্মসূচীর মধ্যে বয়স্কভাতা কার্যক্রম, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কার্যক্রম, বিধবা অ স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলা ভাতা,মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কর্মসূচী। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা, প্রতিপালন, উন্নয়ন ও পুনর্বাসন মূলক কার্যক্রমের আওতায় প্রতিবন্ধীতা সনদপত্র প্রদান। ভবঘুরে ও সামাজিক অপরাধ প্রবণদের উন্নয়ন ও পুনর্বাসন মূলক কার্যক্রমের আওতায় প্রবেশন ও আফটার কেয়ার সার্ভিস। দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচীর আওতায় মহিলাদের আর্থ-সামাজিক প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা। সেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সমূহকে নিবন্ধন ও সহায়তা কর্মসূচীর আওতায় নিবন্ধন ও ত্বত্তাবধান। বেসরকারি এতিমখানায় ক্যাপিটেশন গ্র্যান্ড প্রদান, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে নিবন্ধন প্রাপ্ত সংস্থাসমুহকে অনুদান প্রদানে সহায়তা, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সমূহের সাথে কার্যক্রম পরিচালনা,নির্বাচন কমিশন কর্তৃক অর্পিত দায়িত্ব ছাড়াও জনকল্যাণে সামাজিক সমস্যা সমাধানে সহায়তা প্রদানসহ সরকারের নির্বাহী আদেশে অন্যান্য দায়িত্ব পালন।
আওতাধীন অফিস:
প্রতিটি ইউনিয়ন কমপ্লেক্সে ইউনিয়ন সমাজকর্মীর অফিস যা ইউনিয়ন সমাজসেবা অফিস হিসাবে পরিচিত (প্রক্রিয়াধীন)। ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন সমাজকর্মীগন ছাড়াও কারিগরি প্রশিক্ষকগণ উক্ত কার্যক্রম বাস্তবায়নে দায়িত্ব পালন করে যাচ্ছে।
ক্ষুদ্রঋণ কার্যক্রম :
ক) ক্ষুদ্রঋণ সেবা (RSS) : বিভিন্ন প্রকল্প গ্রামে লক্ষ্যভুক্ত দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে আয়বর্ধক ক্ষুদ্রঋণ বিতরণ করা হয় । যা একটি গ্রামে গ্রাম কমিটি গঠন, কর্মদল গঠন করে ঐ দলের সদস্যদের মধ্যে ঋণ দেয়া হয় । উপজেলা সমাজসেবা কার্যালয় হতে ঋণ পাবার আবেদন ফরম সংগ্রহ করে উপজেলা সমাজসেবা অফিসার বরাবর গ্রাম কমিটির রেজুলেশনসহ আবেদন করলে ঋণ সেবা পাওয়া যায়। যাহা ১০% সার্ভিস চার্জসহ ১০ মাসে ১০ কিস্তিতে পরিশোধযোগ্য।
খ) এসিডদগ্ধ ও প্রতিবন্ধী পুনর্বাসন কার্যক্রম : সিভিল সার্জন দ্বারা পরীক্ষিত কোন দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তি ঋণ সেবা পেতে পারেন। উপজেলা সমাজসেবা কার্যালয় হতে আয়বর্ধক ঋন পাবার আবেদন ফরম সংগ্রহ করে আবেদন করলে ঋণ সেবা পেতে পারেন । যা ৫% সার্ভিস চার্জসহ ১০ মাসে ১০ কিস্তিতে পরিশোধযোগ্য।
গ) পল্লী মাতৃকেন্দ্র (RMC) ঋণ কার্যক্রম : বিভিন্ন প্রকল্প এলাকায় লক্ষ্যভুক্ত দরিদ্র মহিলাদেরকে বিভিন্ন আর্থ-সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণের মধ্য দিয়ে প্রশিক্ষিত করে আয়বর্ধক ক্ষুদ্রঋণ বিতরণ করা হয় । যা একটি গ্রামে/ইউনিয়নে কমিটি/সমিতি গঠন করেস সদস্যদের মধ্যে ঋণ দেয়া হয় । উপজেলা সমাজসেবা কার্যালয় হতে ঋণ পাবার আবেদন ফরম সংগ্রহ করে উপজেলা সমাজসেবা অফিসার বরাবর কমিটির রেজুলেশনসহ আবেদন করলে ঋণ সেবা পাওয়া যায়। যা ১০% সার্ভিস চার্জসহ ১০ মাসে ১০ কিস্তিতে পরিশোধযোগ্য।
ভাতা কার্যক্রম:
ক) বয়স্ক ভাতাঃ ৬৫ বছর বা তদূর্দ্ব বয়সী অসহায় দরিদ্র পুরুষ/মহিলাদের মাঝে বয়স্ক ভাতা প্রদান করা হয় । যা প্রতিটি ইউনিয়নে প্রথমে ওয়ার্ড কমিটি দ্বারা বাছাই এবং উপজেলা বয়স্ক ভাতা বাস্তবায়ন কমিটির সভায় অনুমোদনের পর ভাতা প্রদান করা হয় ।
খ) বিধবা ভাতাঃ বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ অসহায় দরিদ্র মহিলাদের মাঝে বিধবা ভাতা প্রদান করা হয় । যা প্রতিটি ইউনিয়নে প্রথমে ইউনিয়ন ওয়ার্ড কমিটি দ্বারা বাছাই এবং উপজেলা বিধবা ও স্বামী পরিত্যক্তা দুঃস্থ মহিলা ভাতা বাস্তবায়ন কমিটির সভায় অনুমোদনের পর ভাতা প্রদান করা হয় ।
গ) অসচ্ছল প্রতিবন্ধী ভাতাঃ অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়। যা মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/কাউন্সিলর/মেম্বার কর্তৃক সুপারিশ ও সনাক্ত করা পর উপজেলা অসচ্ছল প্রতিবন্ধী ভাতা বাস্তবায়ন কমিটির সভায় অনুমোদনের পর ভাতা প্রদান করা হয় ।
ঘ) মুক্তিযোদ্ধা সম্মানী ভাতাঃ নির্ধারিত আবেদন ফরম এর মাধ্যমে উপজেলা সমাজসেবা অফিসার বরাবর আবেদন করতে হবে । যা উপজেলা মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বাস্তবায়ন কমিটির সভায় অনুমোদনের পর ভাতা প্রদান করা হয় ।
ঙ) প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি কার্ক্রম: নির্ধারিত আবেদন ফরম এর মাধ্যমে উপজেলা সমাজসেবা অফিসার বরাবর আবেদন করতে হবে । যা উপজেলা সংশ্লিষ্ট কমিটির সভায় অনুমোদনের পর উপবৃত্তি প্রদান করা হয় ।
সাধারণ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সংক্রান্ত :
স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এবং বেসরকারী এতিমখানা নিবন্ধন প্রদান করা হয়। নিবন্ধনকৃত সংস্থা/প্রতিষ্ঠানের বিভিন্ন সামাজিক কার্যক্রম বাস্তবায়নের জন্য এককালীন অনুদান প্রদান করা হয়। তাছাড়া বেসরকারী এতিম খানায় পিতৃ-মাতৃহীন অসহায় ছেলে মেয়েদের লেখাপড়া ও ভোরণ পোষণসহ স্বাবলম্বী করার লক্ষ্যে সরকার কর্তৃক বেসরকারী ক্যাপিটেশন গ্রান্ট প্রদান করা হয়।
বৃক্ষরোপনঃ
সমাজসেবা অধিদফতর কর্তৃক নিবন্ধীকৃত ও নিয়ন্ত্রিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠনের যুবকদের মাধ্যমে প্রতিবছর বর্ষাকালীন বৃক্ষ রোপন করা হয়।
বয়স্ক/গণশিক্ষাঃ
উপজেলার প্রতিটি ইউনিয়নে অবস্থিত গণ মিলনায়তন কেন্দ্রে ইউনিয়ন সমাজকর্মী/কারিগরী প্রশিক্ষকদের মাধ্যমে এলাকার বয়স্ক লোকদের একত্রিত করে স্বাক্ষর জ্ঞান প্রদান করা হয়। তাছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান তাদের সদস্যদের মাধ্যমে গণশিক্ষা প্রদান করে থাকে।
পরিবার পরিকল্পনাঃ
বোয়ালখালী উপজেলায় ৩৫ টি মাতৃকেন্দ্র আছে এবং প্রতিটি কেন্দ্র ২০ থেকে ৩০ জন করে সদস্য রয়েছে। তাদের সপ্তাহিক/পাক্ষিক সভায় পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়।
নারী ও শিশু পাচার রোধ কার্যক্রমঃ
উপজেলা সমাজসেবা কার্যালয়ের অধীন উপজেলার প্রকল্প গ্রামে গ্রাম কমিটি আছে। উক্ত গ্রাম কমিটির মাধ্যমে নারী ও শিশু পাচার রোধ সর্ম্পকে এলাকার জনগোষ্ঠীকে সচেতন করা হয়।
যৌতুক বিরোধী কার্যক্রম:
সমাজসেবা বিভাগ দ্বারা পরিচালিত বিভিন্ন গ্রামে গ্রাম কমিটি ও মাতৃ কেন্দ্র রয়েছে। এ সব কমিটি ও কেন্দ্রের মাধ্যমে যৌতুক বিরোধী কার্যক্রম সর্ম্পকে জনগনকে উদ্ভুদ্ধ করা হয়।
কারারুদ্ধ শিশু কিশোর মুক্তি দেওয়া কার্যক্রম:
১৮ বছরের কম বয়সী যে সকল কিশোর/কিশোরী কোন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারারুদ্ধ হলে তাদেরকে জামিনে মুক্ত করে কিশোর সংশোধনী প্রকল্পে ভর্তি করে তাদের লেখাপড়া শিক্ষা ও কারিগরী প্রশিক্ষণ প্রদান করে পুনর্বাসন দেওয়া হয়।
ক্র নং | সেবা
| সেবা প্রদান/প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধাসমূহ (সমস্যা ও ঝুকি) | ||
Problems | Challenges | |||
| ১। আর্থ-সামাজিক উন্নয়ন সেবা (সুদমুক্ত ঋণ) |
| ||
০১ |
পল্লী সমাজেসবা কাযক্রম (উপজেলা, ইউনিয়ন,ও গ্রাম ভিত্তিক)
|
| · যুগোপযোগী নীতিমালা প্রনয়ন ও তার সফল বাস্তবায়ন · নতুন জনবল নিয়োগ ও তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে কর্মমুখী করে তোলা · চাহিদানুপাতে ঋণের যোগান বাড়ানো · ঋণ কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন সরকারি/বেসকারি প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতায় টিকে থাকা · ঋণ কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় ও রাজনৈতিক ইতিবাচকভাবে মোকাবেলা ও সফল বাস্তবায়ন
| |
০২ | পল্লী মার্তৃকেন্দ্র কাযক্রম |
| · যুগোপযোগী নীতিমালা প্রনয়ন ও তার সফল বাস্তবায়ন · নতুন জনবল নিয়োগ ও তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে কর্মমুখী করে তোলা · চাহিদানুপাতে ঋণের যোগান বাড়ানো · পলী মাতৃকেদ্রের সম্পাদিকাদের সম্মানী প্রদানরে ব্যবস্থা · ঋণ কর্মসূচি বাস্তবায়নে বিভিন্ন সরকারি/বেসকারি প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতায় টিকে থাকা · ঋণ কর্মসূচি বাস্তবায়নে স্থানীয় ও রাজনৈতিক ইতিবাচকভাবে মোকাবেলা ও সফল বাস্তবায়ন
| |
০৩ | এসিডদগ্ধ ও প্রতিবন্ধীদের পুনবাসন কাযক্রম |
|
· নতুন জনবল নিয়োগ ও তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে কর্মমুখীকরে তোলা
| |
০৪ | আশ্রায়ণ/আবাসন কার্যক্রম |
|
· নতুন জনবল নিয়োগ ও তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে কর্মমুখীকরে তোলা
| |
| ২। সামাজিক নিরাপত্তা সেবা |
| ||
০১ | বয়স্কভাতা কাযক্রম |
|
| |
০২ | প্রতিবন্ধী ভাতা কাযক্রম |
|
| |
০৩ | বিধবা ও স্বামী পরিতাক্তা দুস্থ মহিলাদের ভাতা কাযক্রম |
|
| |
০৪ | মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা |
|
| |
০৫ | প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি কর্মসূচী |
|
| |
৩। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা, প্রতিপালন, কল্যাণ, উন্নয়ন ও পুনর্বাসন |
| |||
১ | প্রতিবন্ধিতা সনদ
| · দৃষ্টি, শ্রবণও মানসিকপ্রতিবন্ধী চিহ্নিত করা; · চিকিৎসা সেবা,খেলাধুলা, চিত্তবিনোদনের ব্যবস্থা করা; · শ্রবণ প্রতিবন্ধী ছাত্র/ছাত্রীদের পুনর্বাসন করা; · দৃষ্টি প্রতিবন্ধী ছাত্র/ছাত্রীদের জন্য ব্রেইল পদ্ধতিতে শিক্ষা দান; · প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও পুনর্বাসনের ব্যবস্থা করা; · প্রশিক্ষণ শেষে পুনর্বাসনের ব্যবস্থা করা; · বেসরকারি ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী প্রাপ্তিতে; · বিশেষ পদ্ধতিতে মানসিক প্রতিবন্ধী শিশুদের শিক্ষা প্রদান; · ফিজিওথেরাপি, সাইকোথেরাপি ও স্পিচথেরাপি প্রদান; · প্রতিবন্ধীকল্যাণ আইনের সুফল সর্ম্পকে প্রচার না থাকা। | দৃষ্টি, শ্রবণও মানসিক প্রতিবন্ধীসহ সকল ধরণের প্রতিবন্ধীরঊন্নয়নেসরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানেরসমন্বয়। | |
| ৪। ভবঘুরে ও সামাজিক অপরাধপ্রবণদের উন্নয়ন ও পুনর্বাসন |
| ||
১ | প্রবেসন ও আফটার কেয়ার সাভিসেস কমসুচি | · মাননীয় আদালতের নির্দেশে প্রথম ও লঘু অপরাধে দন্ডপ্রাপ্ত ব্যক্তিদের শাস্তি প্রদান স্থগিত রেখে প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে পারিবারিক/সামাজিক পরিবেশে রেখে যে,সংশোধন ও আত্মশুদ্ধির ব্যবস্থা করা যায় তার প্রচার না থাকা; · কারবন্দী ব্যক্তিদের শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান। · টাস্কফোর্স কমিটির সহায়তায় কারাগারে বন্দি শিশু কিশোরদের মুক্তি/ কিশোর/ কিশোরী উন্নয়ন কেন্দ্রে স্থানান্তর · মুক্তিপ্রাপ্ত কয়েদীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ · কারাগারে আটক সাজাপ্রাপ্ত নারীদের শর্ত সাপেক্ষে মুক্তি। · মুক্তি প্রাপ্ত কয়েদী/ প্রবেশনারদের সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনর্বাসন।
| সংশিষ্ট আইন বাস্তবায়নে আদালত সহ সংশ্লিষ্ট সকলির সদইচ্ছার অভাব। | |
| ৫। দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ |
| ||
১ | মহিলাদের আর্থ-সামাজিক প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা | · দর্জি বিজ্ঞান, · এমব্রয়ডারী · পোষাক তৈরি ইত্যাদি ট্রেডে প্রশিক্ষণ বর্তমানে সেকেলে হওয়া। | আধুনিকট্রেডেপ্রশিক্ষণ | |
| ৬। স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহকে নিবন্ধন ও সহায়তা |
| ||
১ | স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ নিবন্ধন ও তত্ত্বাবধান | · স্বেচছাসেবী সমাজকল্যাণমূলক সংগঠনঅধিকাংশ সময়ে অসৎ উদ্দেশ্যকে সামনে পরিচালিত হয় · ১৯৬১ সালের স্বেচছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহ (নিবন্ধন ও নিয়ন্ত্রন) অধ্যাদেশটি যুগোপযোগী নয়; · নিবন্ধন প্রাপ্ত সংগঠনের বিরুদ্ধে আনীত অভিযোগ অধিকাংশ সময়ে রাজতিক হস্তত্ষে চাপা পড়ে যায়; · জনবল সংকটের কারণে নিবন্ধন প্রাপ্ত সংগঠসমূহের কার্যক্রম তদারকি করা সম্ভব হয় না।
| স্বেচ্ছাসেবী সমাজকল্যাণমূলক কার্যক্রমে আগ্রহী সংগঠন, প্রতিষ্ঠান, ক্লাব, সংস্থা, সমিতিরচরম অভাব। | |
২ | বেসরকারি এতিমখানায় ক্যাপিটেশন গ্রান্ট প্রদান | · স্নেহ-ভালবাসা ও আদর-যত্নের সাথে লালন পালন · আনুষ্ঠানিক শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান · শারীরিক, বুদ্ধিবৃত্তিক ও মানবিক উৎকর্ষতা সাধন · শিশুর পরিপূর্ণ বিকাশে সহায়তা · পুনর্বাসন ও স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। | বেসরকারি এতিমখানায় আধুনিক শিক্ষাসহ দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণচাল করা ।
| |
৩ | সমাজকল্যাণ পরিষদের মাধ্যমে নিবন্ধনপ্রাপ্ত সংস্থাসমূহে অনুদান প্রদানে সহায়তা | · সমাজসেবা অধিদফতর হতে ঘোষিত জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানসমূহে বরাদ্দ প্রাপ্ত অনুদানের সঠিক ব্যবহারের তদারকী; · জনবল সহ লজিস্টিক সাপোটের সল্পতার কারনে নিবন্ধন প্রাপ্ত স্বেচছাসেবী সংগঠনসমূহের আয়বর্ধক কর্মসূচিতে বরাদ্দ প্রাপ্ত অনুদানের সঠিক ব্যবহারের তদারকী; · নিবন্ধন প্রাপ্ত স্বেচছাসেবী সংগঠনসমূহের জন্য ৫ হাজার হতে ২০ হাজার টাকা সাধারণ অনুদান এবং আয়বর্ধক কর্মসূচির জন্য সর্বোচ্চ ১ লক্ষ টাকা অনুদান তেমন কোন কাজে আসে না; · অনেক সময় নাম সবর্স্ব সমিতি রেজিষ্ট্রশন প্রভাব খাটিয়ে পরে তাদের কাযর্ক্রম খুজে পাওয়া যায় না। · অনুদানের সময় অনেক ভুয়া সমিতির উদ্ভব হয়। | ব্যাপক প্রচারের মআধ্যমে স্বেচছাসেবী সংগঠনসমূহকেজনবান্ধরমুখী করা।
| |
৪ | স্বেচ্ছাসেবী সংস্থা/প্রতিষ্ঠান সমূহের সাথে উন্নয়ন কার্যক্রম পরিচালনা | · অসহায় দূঃস্থ রোগীদের অধিকার সুরক্ষা, কল্যাণ ও পুনর্বাসনে সহায়তা প্রদান; · যে সমসত্ম প্রতিষ্ঠান সমাজের অনগ্রসর পশ্চাৎপদ অবহেলিত, এতিম, প্রতিবন্ধী, দুস্থ, সমস্যাগ্রসত্ম ব্যক্তিদের সেবা দিয়ে থাকে তাদের প্রকল্প প্রণয়নে সহায়তা প্রদান; · স্বাস্থ্যসেবা প্রকল্পের ক্ষেত্রে সংশ্লিষ্ট হাসপাতালের মাধ্যমে ৩০% রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান; · বিনামূল্যে দুস্থ, এতিম, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রত্যাশী সংস্থার মাধ্যমে প্রতিপালন ও পুনর্বাসন। বাস্স্তবে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলো তা প্রতিপালন করে না। | · বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান যারা সমাজসেবা মূল কার্যক্রমের সাথে সম্পৃক্ত; Ø স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান বিশেষ করে ডায়বেটিক, হার্ট, চক্ষু, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সেবা দানকারী প্রতিষ্ঠান; Ø অপরাধপ্রবণ কিশোর- কিশোরী এবং এতিম শিশুদের লালন পালনকারী স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান; Ø বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এর মাধ্যমে দরিদ্র, সমস্যাগ্রসত্ম, প্রতিবন্ধী, ব্যক্তি/শিশু এবং রোগী।বাস্তবে এগুলো বাস্তবায়নে স্বেচছাসেবী সংগঠনসমূহকেজনবান্ধরমুখী করা।
|